আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? আমি মোটামুটি ভালো আছি।সময়ের অভাবে আপনাদের জন্য তেমন একটা পোস্ট লিখতে পারছি না।আজকে বহুদিন পর একটু সময় পেলাম আর আপনাদের জন্য লিখতে বসে গেলাম। যাহোক আজকে আমার আলোচিত বিষয় হচ্ছে "Article Details."এটি পড়ে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন বলে আমার বিশ্বাস।
তাই দেরি না করে নিচের থেকে পড়তে থাকুন। আর প্রয়োজন হলে এখান থেকে পিডিএফ ডকুমেন্ট আকারে ডাউনলোড করেনিন।
Article পূরণ
করার নিয়মসমূহঃ
Article ২ প্রকার।যথাঃ
- Indefinite Article <<A,An>>
- Definite Article <<The>>
Indefinite Article ব্যবহারের নিয়মাবলীঃ
সাধারণত
Consonant (a,e,i,o,u বাদে বাকি বর্ণগুলো) দ্বারা শুরু হওয়া শব্দের আগে A
বসে
এবং
Vowel (a,e,i,o,u) দ্বারা শুরু হওয়া শব্দের আগে An বসে।এক্ষেত্রে
Noun Singular হতে হয়।
যেমনঃ
- He is a doctor.
- He eats an apple.
Definite Article ব্যবহারের নিয়মাবলীঃ
কোন
বাক্যে
কোন
একটা
জিনিসকেই
নির্দিষ্ট
করে
বোঝালে
সেখানে
The বসে।এক্ষেত্রে Noun Singular বা Plural হতে হয়। যেমনঃ
- The crow is cunning bird.
- He plays the Piano.
Definite Article ব্যবহারের ক্ষেত্রসমূহঃ
- নদীর নামের পূর্বে The বসে।যেমনঃ The Padma, The Shurma, The Meghna etc.
- পাহাড়-পর্বতের নামের পূর্বে The বসে।যেমনঃ The Alps, The Nilgiri etc..
- পবিত্র ধর্মগ্রন্থগুলোর নামের পূর্বে The বসে।যেমনঃ The Quran, The Bible etc.
- গ্রহ নক্ষত্রের নামের পূর্বে The বসে।যেমনঃ The Sun, The Jupitar etc.
- জাতি, সম্প্রদায়ের নামের পূর্বে The বসে।যেমনঃ The Chinese, The Rush.
- মহাসাগরগুলোর নামের পূর্বে The বসে।যেমনঃ The Atlantic, The Pacific etc.
- যদি কোন একজন মানুষকে অন্য মানুষের সাথে তুলনা করা হয় তাহলে যার সাথে তুলনা করা হয় তার নামের পূর্বে The বসে।যেমনঃ Nazrul is the Byron of the east.
ব্যতিক্রমঃ
- কোন শব্দে E যদি U এর মত উচ্চারিত হয় তাহলে ঐ শব্দের পূর্বে An না A বসে বসে।যেমনঃ a European, a ewe.
- O যুক্ত শব্দ যদি ওয়া উচ্চারিত হয় তাহলে ঐ শব্দটির পূর্বে An না বসে A বসে।যেমনঃ a one taka note.
- H এর উচ্চারণ সাইলেন্ট হলে এই শব্দটির পূর্বে a না বসে an বসে।যেমনঃ an hour.
- M.B.B.S., M.Sc., L.L.B. etc এর পূর্বে a না বসে an বসে।কারণঃ M= এ+ম , L= এ+ল।
- এভারেস্টই একমাত্র পর্বত যার পূর্বে কোন Article বসে না।
- Elizabeth ………… (II) was a great queen. এখানে কোন Article বসে না।কিন্তু Elizabeth …………2nd or second was a great queen. এই বাক্যে the বসে।
N.B:
বাক্যের
শুরুতে
Article বসলে
ক্যাপিটাল
বর্ণে
লিখতে
হয়।যেমনঃ An
apple a day keeps the doctor away.
পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment