আপডেট:

Tuesday, August 30, 2016

আসুন বাংলা পড়ি। পর্ব ০৯ [[বিবিধ]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও মহান আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আমার পোস্টে এখন আপনাদের জন্য এখন থাকছে "বাংলা পড়াশুনা"।তাহলে কোন দেরি করার দরকার নেই।এখনই পড়তে থাকুন। 

  • ‘রোদের মেয়ে’ নাটকের রচয়িতা >>> পল্লীকবি জসীমউদ্দিন।
  • ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকার সম্পাদক >>> কাঙাল হরিনাথ মজুমদার।
  • ‘ঘরে বাইরে’ উপন্যাসটির রচয়িতা >>> রবীন্দ্রনাথ ঠাকুর।
  • ‘মা যে জননী কান্দে’ যে ধরণের রচনা >>> কাব্য।
  • ‘বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অবিধান’- এর সম্পাদক >>> আহমেদ শরীফ।
  • ‘রেখাচিত্র’ আত্মজীবনীমূলক গ্রন্থটি লিখেছেন >>> আবুল ফজল।
  • ‘তাপসমালা’ রচনা করেন >>> ভাই গিরিশ চন্দ্র সেন।
  • ‘সীমানা ছাড়িয়ে’ উপন্যাসের লেখক >>> সৈয়দ শামসুল হক।
  • ‘কমলে কাহিনী’ যে ধরণের রচনা >>> নাটক।
  • ‘আজান’ কবিতাটি লিখেছেন >>> কায়কোবাদ।
  • ‘ছোট বকুলপুরের যাত্রী’ ছোটগল্পের রচয়িতা >>> মানিক বন্ধ্যোপাধ্যায়।
  • ‘জলাঙ্গি’ যে ধরণের রচনা >>> উপন্যাস।
  • ‘জীবন থেকে নেওয়া’ চলচিত্রের পরিচালক >>> জহির রায়হান।
  • ‘প্রকর্ষ’ শব্দের সমর্থক শব্দ >>> উৎকর্ষ।
  • ‘দ্বৌপায়ন’ শব্দের সন্ধিবিচ্ছেদ >>> দ্বীপ + অয়ন।
  • ‘দোলনা’ শব্দের প্রকৃত প্রত্যয় >>> দুল + অনা।
  • ‘লাঠালাঠি’ যে সমাস >>> ব্যাতিহার বহুব্রীহি।
  • সাধু ও চলিত ভাষার পার্থক্য >>> ক্রিয়া ও সর্বনাম পদের রূপে।
  • ‘অশ্ব’ এর প্রতিশব্দ >>> ঘোড়া, ঘোটক, তুরগ, তুরঙ্গম, হয়, বাজী।
  • ‘সহদর’ শব্দের বিপরীতার্থক শব্দ >>> বৈমাত্রেয়।
  • ‘চপল’ শব্দের বিপরীতার্থক শব্দ >>> গম্ভীর।
  • ব্যঞ্জনবর্ণের মাত্রাহীন বর্ণ >>> ছয়টি।
  • গঠনের দিক থেকে বাংলা শব্দ >>> ২ প্রকার।
  • ‘ডালনা’ যে ধরণের শব্দ >>> দেশি শব্দ।
  • ‘গিন্নী’ যে ধরণের শব্দ >>> অর্ধতৎসম।
  • ‘লাজ’ শব্দটি >>> বিশেষ্য।
  • ‘হযরত মোহাম্মাদ (সা) ছিলেন একজন আদর্শ মানব’ বাক্যটি যে শ্রেণীর >>> সরল বাক্য।
  • ‘মাধ্যমিক’ এর প্রকৃত প্রত্যয় >>> মধ্যম + ষ্ঞিক।
  • ‘রান্না’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ >>> রাঁধ + না।
  • ‘বৈঠক’ শব্দের সন্ধিবিচ্ছেদ >>> বৈঠ + ক।
  • ‘হাভাত’ যে সমাসের উদাহরণ >>> অব্যায়ীভাব।
  • ‘গৌড়ীয় বাংলা ব্যাকরণ’ রচনা করেছেন >>> রাজা রামমোহন রায়।                        
             

ধন্যবাদ সবাইকে। 

আল্লাহ হাফেজ।            

No comments:

Post a Comment