আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও মহান আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে 'সাধারণজ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী)।' এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যা কি না আপনার যেকোনো ভর্তি পরীক্ষা বা জব পরীক্ষার জন্য ভীষণ উপকারী হবে বলে আশাকরি।
তাহলে আর দেরি কিসের !!! ঝটপট নিচের থেকে পড়া শুরু করেদিন।- তিস্তা বাঁধ যে জেলায় অবস্থিত >>> লালমনিরহাট।
- ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা >>> রাজা রামমোহন রায়।
- কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক >>> শেরশাহ।
- বাংলদেশের প্রথম জাদুঘর >>> বরেন্দ্র জাদুঘর।
- সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল >>> বঙ্গদেশের ব্যারাকপুরে।
- ঢাকার প্রতিপাদ >>> চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
- ‘সাগরকন্যা’ যে জেলার ভৌগলিক নাম >>> পটুয়াখালী।
- টাইগার পয়েন্ট অবস্থিত >>> সুন্দরবনে।
- রৌমারি ও বড়াইবাড়ী সিমান্ত অবস্থিত >>> কুড়িগ্রাম।
- কাপ্তাই হ্রদ অবস্থিত >>> রাঙামাটিতে।
- ময়নামতি যে সভ্যতার নিদর্শন >>> বৌদ্ধ সভ্যতা।
- কুমিল্লা জেলার পূর্ব নাম >>> ত্রিপুরা।
- পাহাড়পুর অবস্থিত >>> নওগাঁ জেলায়।
- যে বীরশ্রেষ্ঠ-এর সমাধি বৃহত্তর রাজশাহীতে >>> বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গির।
- মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় >>> ১৫ ডিসেম্বর ১৯৭৩।
- বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার অবস্থিত >>> জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
(তথ্যসূত্রঃ কারেন্ট অ্যাফেয়ার্স, আগস্ট,
২০১৬)
এই তথ্য গুলো একটি পিডিএফ ডকুমেন্টে পেতে চাইলে নিচে ক্লিক করে ডাউনলোড করেনিন।
পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment