আপডেট:

Sunday, November 13, 2016

পটাসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন???- ব্যাখ্যা।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি রসায়ন বিজ্ঞানের একটা বেশ মজার টপিকস "পটাসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন??? এর ব্যাখ্যা" দেরি না করে এখনই পড়ুন আর শিখেনিন।যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান।আর হ্যাঁ, এই টপিকসটি ডাউনলোড করতে চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।তাহলে পড়া শুরু করা যাক। 
 
পটাসিয়ামের(K19) সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন??? 
ব্যাখ্যাঃ
আউফবাউ নীতি অনুসারে যে অরবিটালে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর সমষ্টি অর্থাৎ (n+l) এর মান কম হবে, ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে।এখন, 3d এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n=3 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l= 2 তাহলে এক্ষেত্রে n+l=3+2=5. আবার, 4s প্রধান কোয়ান্টাম সংখ্যা n=4 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l=0 তাহলে এক্ষেত্রে  n+l=4+0=4.
তাহলে দেখা যাচ্ছে যে, 4s (n+l) এর মান কম। তাই পটাসিয়ামের (K19)  সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায়।
K(19)= 1s22s22p63s23p63d04s1
         =  1s22s22p63s23p64s1      

ফেসবুকে নিয়মিত পড়াশুনা করতে চাইলে এই গ্রুপে যোগ দিতে পারেন। 

আজ আর নয়। ধন্যবাদ সবাইকে। 

আল্লাহ্‌ হাফেজ।          

1 comment: