আপডেট:

Thursday, January 19, 2017

ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তি রিলেটেড কিছু শব্দের অর্থ যা অনেকেরই হয়ত জানা নেই।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই ? ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আমি আপনাদের সামনে কিছু শব্দের ব্যাখ্যা দিচ্ছি।এগুলোর সবই ইন্টারনেট ও কম্পিউটার সম্পর্কিত শব্দ।তাহলে আর দেরি না করে নিচের থেকে পড়তে থাকুন।আর হ্যাঁ, যদি কোন ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাবেন।


Internet Related: 

  • .info >>> এটির অর্থ হচ্ছে ইনফরমেশন বা তথ্য। 
  • FAQ >>> এই শব্দটির পূর্ণ অর্থ হচ্ছে "Frequently Asked Questions".অনেক সাইটে এটি দেখা যায়।এটা খুব ভালো।মেনুবারে FAQ যুক্ত করা এমন কোনো সাইটে আপনি ঢুকে দেখবেন যে ঐ সাইটের তথ্য সম্পর্কিত বা ঐ সাইটটি সম্পর্কিত কি কি প্রশ্ন আপনার মনে আসতে পারে তা আগে থেকেই অনেকগুলো সেট (উত্তরসহ) করা থাকে ওখানে।কাজেই নিজের করা প্রশ্নের উত্তর কিংবা সাইটের অ্যাডমিনের সেট করে দেওয়া প্রশ্নের উত্তর পাওয়া খুব সহজ হয়।
  • .bd >>> কোনো ডোমেইন নেমে যদি এমন থাকে তাহলে বুঝতে হবে সেটি বাংলদেশি সাইট।অন্যগুলোর মধ্যে, যেমনঃ .pk দ্বারা বুঝতে হবে পাকিস্তানি এবং.in দ্বারা বুঝতে হবে ইন্ডিয়ান সাইট। 
  • .gov >>> সরকারি সাইটের ডোমেইন নেমে এটি থাকে।  
  • .org >>> কোন সংস্থা বা অরগানাইজেশনের সাইটে এটি থাকে।    
  • .com >>> ব্যবসায়িক সাইটে ডট কম থাকে।    

Computer Related: 

  • .txt >>> Text Document 
  • .xlsx >>> Microsoft Excel Worksheet (MS Office 2010)
  • .docx >>> Microsoft Word Document (MS Office 2010)
  • .pptx >>> Microsoft PowerPoint Presentation (MS Office 2010) 
  • PDF >>> Portable Document Format  
* এখানে MS Office অর্থ "Microsoft Office"

অবশেষে কেমন লাগলো পোস্টটি? আশাকরি কমেন্টে জানাবেন।  
ফেসবুকে আমার একটি গ্রুপ আছে যেখানে পড়াশুনা সম্পর্কিত পোস্ট করা হয়।আপনিও এই গ্রুপে যোগ দিন এবং ভালো ভালো পোস্ট শেয়ার করুন। 

আজ আর নয়। ধন্যবাদ সবাইকে। 

আল্লাহ্‌ হাফেজ।          

No comments:

Post a Comment