আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই?ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি Structural
Division of Sentences. পড়ুন আশাকরি ভালো লাগবে।আর হ্যাঁ এই লেখায় আমার কোন ত্রুটি হলে মাফ করে দেবেন এবং কমেন্টে জানাবেন।তাহলে পড়ুন। আর যদি এই তথ্যে সাজানো ডকুমেন্টটি ডাউনলোড করে নিতে চান তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করেনিন।

গঠনগতভাবে
Sentence তিন প্রকার।যথাঃ
- Simple Sentence (সরল বাক্য)
- Compound Sentence (যৌগিক বাক্য)
- Complex Sentence (জটিল বাক্য)
Simple
Sentence (সরল বাক্য):
বেশিরভাগ ক্ষেত্রে একটি
মাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত এই বাক্যটি একেবারেই সাধারণ।তাইতো এর নাম সরল
বাক্য।
যেমনঃ
- I am eating rice.
- The more you read the more you learn.
Compound Sentence (যৌগিক বাক্য):
এটি সরল বাক্য থেকে
তুলনামূলক একটু প্যাঁচানো টাইপের।যদি মনে করা হয় দুটি সরল বাক্যকে একটি Conjunction দিয়ে যুক্ত করে একটি যৌগিক বাক্য গঠন করা যায় কিনা তাহলে অনেকক্ষেত্রে
সম্ভব কিন্তু।
দেখুনঃ I am singing
a song and he is listening.এখানে দুটি সরল বাক্য (১। I am singing a song ও ২। He is
listening) and দ্বারা যুক্ত। তাহলে বাক্যটি কি হল ? অবশ্যই যৌগিক বাক্য।
বিঃ দ্রঃ And, Or, But, Yet ইত্যাদি হচ্ছে
যৌগিক (Compound) বাক্যের চিহ্ন। Not only…. But also এটিও যৌগিক বাক্যের গঠন।
Complex Sentence (জটিল বাক্য):
এটি অধিকতর প্যাঁচানো
বাক্য।একটি কথা যখন অনেক ঘুরিয়ে বলা হয় তখন সেটি জটিলই হবে এটি স্বাভাবিক।
যেমনঃ If you read more you will learn more.
বিঃ দ্রঃ Who, Where, When, How, What, Which, As if, If, Though,
Although ইত্যাদি হচ্ছে জটিল (Complex) বাক্যের চিহ্ন। So………… that গঠনটিও Complex Sentence এর গঠন।
Changing of Sentences:
Example: 01
Simple Sentence : The more you read
the more you learn.
Compound Sentence : Read more and learn more.
Complex Sentence : If you read more you will learn more.
Example: 02
Simple Sentence : Despite of being
poor he is honest.
Compound Sentence : He is poor but honest
Complex Sentence : Although he is poor he is
honest.
আজ আর নয়।ধন্যবাদ সবাইকে।
আল্লাহ্ হাফেজ।
No comments:
Post a Comment