আপডেট:

Wednesday, February 22, 2017

একটি ওয়েবসাইট/ব্লগ চালাতে হলে যে যে বিষয় খেয়াল রাখা অতি আবশ্যক।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমি আজকে আপনাদেরকে ব্লগ চালানোর কৌশল সম্পর্কে বলছি।আপনি যদি এই পরামর্শগুলো নিয়ে চলেন তাহলে হয়ত সফল হলেও হতে পারেন।

কতিপয় টিপসঃ
  • মানসম্মত ও রুচিশীল পোস্ট লিখুন।পোস্টগুলো যাতে বেশ বড় হয়।মোটামুটি ৩০০ ওয়ার্ডের মত হলে ভালো হয়।    
  • সম্ভব হলে এস.. করুন।যে নামগুলো নেট এ সার্চ বেশি হয় সেই রকম নামযুক্ত টাইটেল দিন।যেমনঃ Process of making ice-cream at home, এটিকে আপনি হয়ত এমন নাম দিতে পারেন  Making ice-cream at home.Latest.2017 এতে আপনার এই পোস্টটির ভিজিটর বাড়ার সম্ভাবনা অনেক বেশি।      
  • ফেসবুকে একটি বিরাট সদস্যের গ্রুপ বা বিরাট সদস্যের লাইক ওয়ালা পেজ খোলার চেষ্টা করুন। (এখানে পোস্ট শেয়ার করলে দেখবেন ব্যাপক সংখ্যক ভিজিটর পাবেন।)
  • নিয়মিত পোস্ট লিখুন এবং নিজের ফেসবুক গ্রুপসহ সম্ভব হলে অন্যের গ্রুপে আপনার ব্লগের পোস্ট শেয়ার করুন।যেমনঃ ফেসবুকে এই গ্রুপে আপনি আপনার পোস্ট শেয়ার করতে পারেন।কিন্তু অবশ্যই পোস্টগুলোর গ্রহণযোগ্যতা থাকতে হবে।   
  • যদি আপনার ব্লগে অ্যাডস দেন তাহলে যে গুলো ভিজিটরের কাছে বিরক্তিকর সেগুলো বর্জন করুন।তা না হলে আপনার ব্লগের ভিজিটর কমে যেতে পারে।
  • পার্টনারশিপ ব্লগিং করবেন কি না করবেন সেটি আপনার ইচ্ছা।একা ব্লগ চালানো বেশ কঠিন কিন্তু এটিই ভালো।এতে এক হাতে ব্লগটি থাকে।

উপরের টিপসগুলো হয়ত পর্যাপ্ত না তবে হ্যাঁ এগুলো একটু হলেও সহায়ক হবে। ব্লগ সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বলবেন।যদি পারি তাহলে উত্তর ও পরামর্শ দেবো।

কথা বলতে বলতে একেবারে শেষে চলে এসেছি।আজ আর নয়। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।



আল্লাহ্‌ হাফেজ।    

No comments:

Post a Comment