আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই ? ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আজকে এখন আমি আপনাদের সামনে বাংলা পড়াশুনা বিষয়ক আলোচনা করছি।তাহলে পড়ুন আশাকরি উপকারে আসবে।
১।
“ভাঁড়েও ভবানী” বলতে কি বোঝ ?
উত্তরঃ
শূন্য বা রিক্ত।
২।
‘তণ্ডল’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ
চাল।
৩।
‘হুদায়বিয়া’ কিসের নাম ?
উত্তরঃ
স্থানের।
৪।
‘চুলা’ কোন ভাষার শব্দ ?
উত্তরঃ
মুণ্ডারী।
৫।
‘বেহেড’ এর ব্যাসবাক্য কি ?
উত্তরঃ
বে (নাই) হেড যার।
৬।
‘অনুতাপ’ কোন ধরণের সমাস ?
উত্তরঃ
প্রাদি সমাস।
৭।
‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন শ্রেণীর উপসর্গ ?
উত্তরঃ
আরবি।
৮।
‘বৃদ্ধা’ পদটি কোন ধাতু থেকে এসেছে ?
উত্তরঃ
বুধ।
৯।
‘তাসের ঘর’- বাগধারাটির অর্থ কি ?
উত্তরঃ
ক্ষণস্থায়ী বস্তু।
১০।
‘হাতি’ শব্দের সমার্থক শব্দ ?
উত্তরঃ
কর, বাহু, হস্তী।
১১।
‘গৃহী’ এর বিপরীত শব্দ কি ?
উত্তরঃ
সন্ন্যাসী।
১২।
‘না’ শব্দটি বাক্যে কোথায় বসে ?
উত্তরঃ
সমাপিকা ক্রিয়ার পরে।
.......................................................................................
লেখাগুলো এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন।আর হ্যাঁ, ফেসবুকে নিয়মিত পড়াশুনা করতে এই গ্রুপে জয়েন করতে পারেন।
পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।এটি কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।
আল্লাহ্ হাফেজ।
No comments:
Post a Comment