আপডেট:

Sunday, April 23, 2017

অনলাইনে পড়াশুনা।মডেল টেস্ট ০৩।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র রহমতে অনেক ভালো আছি।আমার পোস্টে আপনাদের জন্য থাকছে "মডেল টেস্ট"।এটি তৃতীয় পর্ব।নিচের থেকে প্রথমে প্রশ্নগুলো ভালো করে পড়ুন।যদি কোনটির উত্তর অজানা থাকে তাহলে পোস্টের শেষের দিকে প্রশ্ন+উত্তর নামক ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করেনিন।তাহলে আর দেরি কিসের!!! নিচের থেকে দেখুন।
 
...................................................,.....................
১। কার আমলে টাকায় আট মন চাল পাওয়া যেত ?
ক। নবাব সিরাজউদ্দৌলা
খ। শায়েস্তা খান
গ। রাজা রামমোহন
ঘ। কাসেম

২।কবর নাটকের রচয়িতা কে ?
ক। জসীমউদ্দিন
খ। কাজী নজরুল ইসলাম
গ। মুনির চৌধুরী
ঘ। মীর মোসাররফ হোসেন

৩। কবর কবিতার রচয়িতা কে ?
ক। জসীমউদ্দিন
খ। কাজী নজরুল ইসলাম
গ। মুনির চৌধুরী
ঘ। মীর মোসাররফ হোসেন

৪। ইউরোপের রণক্ষেত্র কোন দেশকে বলা হয়?
ক। বেলজিয়াম
খ। রাশিয়া
গ। ফ্রান্স
ঘ। ইংল্যান্ড

৫। 'লেডি উইথ দা ল্যাম্প' কাকে বলা হয় ?
ক। মাদার তেরেসা
খ। ফ্লরেন্স নাইটিংগেল
গ। মারগারেট থাচার
ঘ। মাদাম কুরি।

৬। ফিলিপাইনের রাজধানীর নাম কি?
ক। ম্যানিলা
খ। উলান বাটর
গ। পিয়ং ইয়ং
ঘ। ব্যাংকক।

৭। মধ্য এশিয়ার সুইজারল্যান্ড 
কাজাখাস্তান 
কিরঘিজিস্তান
উজবেকস্তান
তাজিখিস্তান 

৮। T2 ব্যাকটেরিয়োফাজ কি ?
ক। ব্যাকটেরিয়া
খ। ভাইরাস
গ। ছত্রাক
ঘ। শৈবাল

৯।  পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে ?
ক। পামির
খ। গোবি
গ। তিব্বত
ঘ। গোলান

১০।  আলবার্ট আইনস্টাইনের জন্ম কোথায় ?
ক। জার্মানি
খ। ইরাক
গ। ইউনাইটেড স্টেট অব আমেরিকা
ঘ। ইংল্যান্ড

১১।  উক্তি এর সঠিক সন্ধিবিচ্ছেদ কি ?
ক। উক+তি
খ। বচ+ক্তি
গ। ঊক+ক্তি
ঘ। বচ+ক্তী

১২। ২,৫,১০,১৭,২৬ এর পরের সংখ্যাটি কত?
ক। ৩৪
খ। ৩৬
গ। ৩৭
ঘ। ৪৯

১৩।  শ্বেত ভল্লুকের দেশ কোনটি ?
ক। রাশিয়া
খ। ইংল্যান্ড
গ। বেলারুশ
ঘ। ফ্রান্স

১৪।  আপেলে কোন এসিড থাকে ?
ক। সাইট্রিক
খ। ম্যালিক
গ।  টারটারিক
ঘ।  থ্যালিক

১৫। গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশের বিজ্ঞানী?
ক। অষ্ট্রিয়া
খ। অস্ট্রেলিয়া
গ। আর্মেনিয়া
ঘ। আজারবাইজান।  
...................................................,.....................
উপরের প্রশ্নগুলোর উত্তর পেতে নিচের থেকে প্রশ্ন+উত্তর সংবলিত ডকুমেন্টটি ডাউনলোড করেনিন।এই ফাইলটি ডাউনলোডের সুবিধার্তে জিপ আকারে দেওয়া হয়েছে। ডাউনলোড করে এক্সট্রাক্ট করেনিন আর পড়ুন।         
....................................................
....................................................

ফেসবুকে নিয়মিত পড়াশুনা করতে এই গ্রুপে জয়েন করুন।

আজ আর নয়। অবশেষে কেমন লাগলো পোস্টটি ? ভালো লাগলে কমেন্টে জানাবেন।সবাই ভালো থাকুন।


আল্লাহ্‌ হাফেজ।  

No comments:

Post a Comment