আপডেট:

Wednesday, April 26, 2017

Windows PC তে অপারেটিং সিস্টেম ভালো রাখার কিছু টিপস।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই ? ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে উইন্ডোজ ওএস টিপস।তাহলে শুরু করাযাক।
  • উইন্ডোজ সেটআপ দেওয়ার পর সর্বপ্রথম যে কাজ করতে হয় সেটি হচ্ছে ড্রাইভার সেটআপ দেওয়া।সাধারণত সাউন্ড ড্রাইভার, গ্রাফিক্স ড্রাইভার, পিডিএফ রিডার, ওয়ারলেস ড্রাইভার ইত্যাদি ড্রাইভার ইত্যাদি বেশি কাজে লাগে।
  • ভালো একটি ইন্টারনেট সিকিউরিটি ও এন্টিভাইরাস প্রোগ্রাম চালানো উচিত।
  • অন্যকোন সফটওয়্যার যদি লাগে সেটিও দিতে পারেন।তবে খেয়াল রাখতে হবে যে সফটওয়্যারে যাতে ভাইরাস না থাকে। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ক্র্যাক সফটওয়্যার থেকে দূরে থাকাই ভালো।এতে অনেকসময় ভয়ানক ভাইরাস থাকে যা কিনা আপনার কম্পিউটারের ওএস নষ্ট করাসহ টোটাল কম্পিউটারই নষ্ট করে ফেলতে পারে।
  • যদি ইন্টারনেট ব্রাউজ করেন সেক্ষেত্রে ট্রাস্টেড সাইটে ছাড়া ঢুকবেন না।
  • একটি ক্লিনার অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করতে পারেন।এতে আপনার পিসি জাঙ্ক মুক্ত থাকবে। ক্লিনার সফটওয়্যার আপনাদের চয়েজ অনুসারে ব্যবহার করতে পারেন।
  • ওএসের ধারণক্ষমতা ও কম্পিউটারের কনফিগারেশন অনুসারে সফটওয়্যার সেটআপ দিন।
মোটামুটি এভাবে একটি পিসি ব্যবহার করলে অনেকদিন ভালো সার্ভিস পাবেন।
বলতে বলতে একেবারে শেষে চলে এসেছি। আজ আর নয়।দেখা হবে নেক্সট পোস্টে। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।

আল্লাহ্‌ হাফেজ।                          

No comments:

Post a Comment