আপডেট:

Friday, May 26, 2017

খুব ছোট্ট সাইজের একটি অ্যাপের মাধ্যমে আপনার Android এ ডাটা স্পিড দেখুন।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে Android OS এর জন্য একটি সুন্দর অ্যাপ।অ্যাপটির নামInternet Speed Meter Lite.
এটি মোটামুটি সঠিকভাবেই আপনার মোবাইলে ব্যবহৃত ডাটার হিসাব রাখবে। ভালো লাগলে ডাউনলোড করে নিতে পারেন।


আজ আর নয়। দেখা হবে নেক্সট পোস্টে।ভালো থাকবেন সবাই।



আল্লাহ্‌ হাফেজ।  

No comments:

Post a Comment