আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই?
ভালো নিশ্চয়ই। আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো
আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে “বাংলা পড়াশুনা”।
ভালো করে পড়ুন
আর প্রয়োজন মনে করলে নিচের থেকে PDF File টি ডাউনলোড করেনিন।
সমার্থক শব্দঃ
- ঢেউ >>> তরঙ্গ,ঊর্মি,বীচি
- চারু >>> ললিত, সুকুমার, মনোরম
- সুত >>> তনয়, নন্দন, দুলাল
- কেশ >>> চুল, চিকুর, কুন্তল
- সূর্য >>> রবি, ভানু, ভাস্কর।
বিপরীত শব্দঃ
- কঠিন >>> কোমল
- কৃশকায় >>> স্থূলকায়
- উদার >>> সংকীর্ণ
- উদ্ধত >>> বিনীত
- গরল >>> অমৃত
- ঘাত >>> প্রতিঘাত
- চড়াই >>> উৎরাই
- চ্যুত >>> অচ্যুত
- ছোকড়া >>> বুড়ো
- ছটফটে >>> শান্ত
- জয় >>> পরাজয়
- জানা >>> অজানা।
বাক্য শুদ্ধিঃ
অশুদ্ধঃ আমার টাঁকার আবশ্যক নেই।
শুদ্ধঃ আমার টাঁকার আবশ্যকতা নেই।
অশুদ্ধঃ তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
শুদ্ধঃ তোমাকে দেখে সে আশ্চর্যন্বিত হয়েছে।
অশুদ্ধঃ তিনি ততধিক বলবান নহে।
শুদ্ধঃ তিনি ততোধিক বল্বান নন।
বাক্য
পরিবর্তনঃ
সরলঃ ফেল করতে না চাইলে পড়।
জটিলঃ যদি ফেল
করতে না চাও, তবে পড়।
যৌগিকঃ পড় নতুবা ফেল কর।
সরলঃ তোমার কথাগুলো অসত্য ।
জটিলঃ তুমি যা বললে, তা অসত্য।
যৌগিকঃ তুমি কথা বললে, কিন্তু তা অসত্য।
<<<সংগৃহীত>>>
ফেসবুকে
নিয়মিত পড়াশুনা করতে এই গ্রুপে জয়েন করতে পারেন।
আজ আর
নয়। দেখা হবে নেক্সট পোস্টে।ভালো থাকবেন সবাই।
আল্লাহ্ হাফেজ।



No comments:
Post a Comment