আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই ? ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি রিলেটেড সাধারণজ্ঞান।তাহলে পড়ুন আর নিচের থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করেনিন।
- Non-Volatile মেমোরি হলো >>> ROM
- ENIAC এর পূর্ণরূপ হলো >>> Electronic Numerical Integrator and Computer
- AGP এর পূর্ণরূপ হলো >>> Accelerated Graphics Port
- ARPANET এর পূর্ণরূপ হলো >>> Advanced Research Projects Administration Network
- IBM মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে >>> ১৯৮১ সালে।
- ট্রানজিস্টর আবিষ্কৃত হয় >>> ১৯৪৮ সালে।
- ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হলো >>> PDP-8
- প্রতিটা বিট হলো >>> একটা করে ডিজিট।
- প্রতিটা বাইট হলো >>> একটা করে ক্যারেক্টার
- সাধারণত ‘My Document’, ‘My Computer’ – এর অবস্থান >>> C Drive –এ।
- Database হচ্ছে >>> উপাত্ত বা ডেটার সুসংগঠিত সমাবেশ যা সহজে ব্যবহার, ব্যবস্থাপনা ও হালনাগাদ করা যায়।
- অপারেটিং সিস্টেমকে বলা হয় >>> সিস্টেম সফটওয়্যার।
- UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান >>> বেল ল্যাব।
- ইউনিকোড(UNICODE) মূলত >>> ২ বাইট বা ১৬ বিটের কোড।
- লজিক গেইটে থাকে >>> এক বা একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট।
- কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হচ্ছে >>> FORTRAN।
- উচ্চতর ভাষাকে মেশিনের ভাষায় রুপান্তর করে >>> Interpreter and Compiler।
- কোনো প্রোগ্রামের ভুল বের করাকে বলে >>> Debugging
- ৮০৮৬ যত বিটের মাইক্রো প্রসেসর >>> ১৬।
- বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন >>> বিল মোগরিজ।
- পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব >>> কৃত্রিম বুদ্ধিমত্তা।
- লেজার প্রিন্টারে কাগজে লেখা ফুটিয়ে তোলা হয় >>> লেজার রশ্মি দিয়ে।
- প্রজেক্টর হলো >>> একটি ইলেক্ট্রো অপটিক্যাল যন্ত্র।
- বস্তুগত দিক থেকে বাস হচ্ছে >>> ক্যাবল বা তার অথবা সার্কিট বোর্ডের পরিবাহক লাইন।
- ভাইরাস নামকরণ করেন >>> গবেষক ফ্রেডরিক কোহেন।
.......................................
.......................................
ফেসবুকে নিয়মিত পড়াশুনা করতে এই গ্রুপে জয়েন করতে পারেন।
ধন্যবাদ।
আল্লাহ্ হাফেজ।
No comments:
Post a Comment