আপডেট:

Sunday, May 14, 2017

আসুন বাংলা পড়ি। পর্ব ১২ [[সমাস+পারিভাষিক শব্দ+সন্ধিবিচ্ছেদ]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে আবারও “বাংলা পড়াশুনা”।এখন প্রকাশিত হচ্ছে দ্বাদশ পর্ব।যদি ভালো লাগে তাহলে আগের পর্বগুলোও দেখে নিতে পারেন।যাহোক আর কথা বাড়াচ্ছি না।নিচের থেকে পড়ুন। আর প্রয়োজন মনে করলে পোস্টের নিচে দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে এই তথ্য সংবলিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন।  

সমাসঃ
  • সমাসের রীতি যে ভাষা থেকে আগত >>> সংস্কৃত।
  • দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ না পেলে তাকে বলে >>> অলুক দ্বন্দ্ব।
  • বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে বলে >>> কর্মধারয় সমাস।
  • উপমান অর্থ >>> তুলনীয় বস্তু।
  • কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়,তাকে বলে >>> উপপদ তৎপুরুষ সমাস।  
পারিভাষিক শব্দঃ
  • Acting >>> ভারপ্রাপ্ত। 
  • Affidavit >>> হলফনামা 
  • Agenda >>> আলোচ্যসূচি 
  • Bankrupt >>> দেউলিয়া
  • Cabinet >>> মন্ত্রীসভা 
  • Duplicate >>> প্রতিরূপ
  • Draft >>> খসড়া
  • Embargo >>> নিষেধাজ্ঞা  
সন্ধিবিচ্ছেদঃ
  • গো+এষণা = গবেষণা।
  • পো+ইত্র = পবিত্র
  • শীত+ঋত = শীতার্ত
  • জন+এক = জনৈক
  • উৎ+ শ্বাস = উচ্ছ্বাস
  • অতি+ইত = অতীত
  • অতি+অন্ত = অত্যন্ত
  • প্রতি+এক = প্রত্যেক
  • সু+ আগত = স্বাগত
  • রাজ+নী  = রাজ্ঞী
  • নে+ অন = নয়ন      

<<<সংগৃহীত>>>
.......................................
.......................................  
ফেসবুকে নিয়মিত পড়াশুনা করতে এই গ্রুপে জয়েন করুন।
ধন্যবাদ সবাইকে।

আল্লাহ্‌ হাফেজ।

No comments:

Post a Comment