আপডেট:

Tuesday, May 23, 2017

আসুন বায়োলজি পড়ি। পর্ব ০৭

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে “জীববিজ্ঞান পড়াশুনা”।ভালো করে পড়ুন আর প্রয়োজন মনে করলে নিচের থেকে PDF File টি ডাউনলোড করেনিন।

  • DNA এর একটি নাইট্রোজেন বেস >>> গুয়ানিন।
  • বাংলাদেশে সর্বপ্রথম টেস্টটিউব শিশুর মা হন >>> ফিরোজা বেগম।
  • সুষম খাদ্যের উপাদান >>> ৬ টি।
  • হাড় ও দাঁতকে মজবুত করে >>> ক্যালসিয়াম ও ফসফরাস।
  • চা পাতায়  থাকে >>> ভিটামিন-বি কমপ্লেক্স।
  • প্রথম জীবনের উদ্ভব হয় >>> জলজ পরিবেশে।
  • যে কোষে একাধিক নিউক্লিয়াস থাকে >>> পেশি কোষে।
  • বিষাক্ত নিকোটিন থাকে >>> তামাকে।
  • প্রোটিনের অভাবে মানুষের হয় >>> কোয়াশিয়রকর রোগ।
  • একজন পূর্ণবয়স্ক ব্যাক্তির প্রতিদিন পানির প্রয়োজন >>> ২-৩ লিটার।
  • আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু >>> ৩ ধরণের।
  • মাইটোকন্ড্রিয়ায় প্রোটিন থাকে >>> ৭৩ %
  • কলেরা রোগের জন্য কলেরা ভ্যাকসিন তৈরি করা হয় >>> Vibrio cholera থেকে।
  • কোষের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ >>> ইউট্রিকুলাস।
  • নিউরন যে ধরণের টিস্যু >>> রুপান্তরিত আবরণী টিস্যু।
  • ‘জিন মতবাদ’- এর প্রবক্তা >>> থমাস হান্ট মরগান।
  • উদ্ভিদকোষে খাদ্য সঞ্চিত থাকে >>> শ্বেতসার রূপে।       

<<<সংগৃহীত>>>

আপনি ইচ্ছা করলে এই তথ্যগুলো একটি পিডিএফ ফাইলে পেতে পারেন।সেক্ষেত্রে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করে নিলেই হবে।

ফেসবুকে নিয়মিত পড়াশুনা করতে এই গ্রুপে জয়েন করতে পারেন।

আজ আর নয়। দেখা হবে নেক্সট পোস্টে।ভালো থাকবেন সবাই।


আল্লাহ্‌ হাফেজ।         

No comments:

Post a Comment