আপডেট:

Tuesday, May 30, 2017

আসুন ভৌতবিজ্ঞান পড়ি। [[পদার্থ বিজ্ঞান+ রসায়ন বিজ্ঞান]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে “ভৌতবিজ্ঞান পড়াশুনা”।
ভালো করে পড়ুন আর প্রয়োজন মনে করলে নিচের থেকে PDF File টি ডাউনলোড করেনিন।

.................................................................. 
  • বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি >>> যুক্ত অবস্থার চাইতে বেশি।
  • সংকর ধাতু পিতলের উপাদান >>> তামা ও দস্তা।
  • শুষ্ক বরফ বলা হয় >>> হিমায়িত কার্বন-ডাই-অক্সাইডকে।
  • প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ >>> হীরা।
  • সূর্যে শক্তি উৎপন্ন হয় >>> ফিউশন পদ্ধতিতে।
  • জেনারেটর বা ডায়নামো একটি যন্ত্র কৌশল যা যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে >>> তড়িৎ শক্তিতে।
  • সাধারণ কাঁচা লোহা, নিকেল ও লোহার সংকর ধাতু ব্যবহৃত হয় >>> অস্থায়ী চুম্বক তৈরিতে।
  • ‘পৃথিবী একটি বিরাট চুম্বক’ এটি সর্বপ্রথম ১৬০০ খ্রিস্টাব্দে প্রমাণ করেন >>> ড. গিলবার্ট।
  • পারমাণবিক সংখ্যার আবিস্কারক >>> মোসলে।
  • আম, জলপাই, ইত্যাদি নানা রকমের আচার সংরক্ষণে ব্যবহৃত হয় >>> ভিনেগার বা এসিটিক এসিড(CH3COOH)
  • শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র >>> অডিওমিটার।
  • উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র >>> ট্যাকোমিটার
  • কোনো মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ঐ মাধ্যমে শব্দের গতি >>> বাড়ে। 

.................................................................. 

ফেসবুকে নিয়মিত পড়াশুনা করতে এই গ্রুপে জয়েন করতে পারেন।

আজ আর নয়। দেখা হবে নেক্সট পোস্টে।ভালো থাকবেন সবাই।


আল্লাহ্‌ হাফেজ।  

No comments:

Post a Comment