আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমি আজকে আপনাদের সামনে সাধারণজ্ঞান পড়ার ও মনে রাখার কিছু উপায় সম্পর্কে বলছি।মনোযোগ সহকারে পড়ুন।আশাকরি কাজে দেবে।
কতিপয় পরামর্শঃ
- নিয়মিত পড়াশুনা করুন।বাজারে অনেক ভালো ভালো সাধারণজ্ঞান বই পাওয়া যায় যেকোনো একটি বা দুটি যা আপনার ইচ্ছা কিনে পড়তে থাকুন।
- প্রত্যেকদিন নিউজপেপার পড়ুন এবং ওখান থেকে সাধারণজ্ঞান সংবলিত তথ্যগুলো টুকে রাখুন আর পড়ুন।
- কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড ইত্যাদি যে বইগুলো প্রতি মাসে পাওয়া যায় সেগুলো পড়ুন।
- অনলাইনে অনেক ভালো ভালো সাইট আছে যেখানে পড়াশুনা করা যায়।প্রয়োজন হলে সেখানে ভিজিট করুন এবং পড়াশুনা করুন।
- আসলে সব মনে রাখা খুবই কঠিন কিন্তু আপনি চাইলে আস্তে আস্তে প্রায় সবই আয়ত্ত করতে সক্ষম হবেন।বেশি বেশি স্টাডি করলে এটা সম্ভব।
- যেগুলো মনে রাখতে কঠিন সেগুলো প্রয়োজন হলে লিখে লিখে মনে রাখার চেষ্টা করুন।
- নিজের জানা সাধারণজ্ঞান অন্যের কাছে শেয়ার করুন।এতে আপনার জানা বিষয়টি চর্চায় থাকবে।
- প্রয়োজন হলে বন্ধুরা মিলে গ্রুপ স্টাডি করুন।
- অনেক দেশ বা রাষ্ট্রের নাম একসাথে মনে রাখার ক্ষেত্রে সেগুলো ছন্দ আকারে মনে রাখুন। তাহলে দেখবেন হাসতে হাসতে বেশ অনেকটা পড়া হয়ে যাবে খুবই সহজে।
........................
সাবধানতাঃ
- ভুল তথ্য এড়িয়ে চলুন। নেটে সার্চ করে পড়াশুনা করার ক্ষেত্রে উইকিপিডিয়ার তথ্য দেখতে পারেন।আশাকরি এখানে অনেকটি নির্ভুল তথ্য পাবেন।
...................................................................
মোঃ বায়েজিদ হোসেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
...................................................................
অনালাইনে নিয়মিত পড়াশুনা করতে এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন।
ধন্যবাদ।
আল্লাহ্ হাফেজ।


No comments:
Post a Comment