আপডেট:

Tuesday, July 25, 2017

আসুন জানি কিছু বিষয় সম্পর্কে "সেগুলো কেন হয় ???" পর্ব ১২।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি কিছু বিষয়ের 'বৈজ্ঞানিক ব্যাখ্যা'।এগুলোর সবকটিই আমার কালেক্টেড।ভালো করে বুঝে পড়ুন।আশাকরি ভালো লাগবে ও কিছু শিখতে পারবেন।আর মন চাইলে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন।
পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে কেন ???
নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে পৃথিবীর সোজা পথে চলার প্রবণতা এবং সূর্যের মহাকর্ষ বল পৃথিবীকে টেনে ধরায় পৃথিবী না থেমে সূর্যের চারপাশে ঘোরে।


বজ্রপাতের সময় খোলাস্থানে থাকা উচিত নয়  কেন ???
বজ্রপাত অর্থাৎ মেঘে সঞ্চিত চার্জ সবচেয়ে কম দূরত্বে ও কম সময়ে বিপরীত চার্জের সাথে মিলিত হয়ে নিষ্ক্রিয় হয়। তাই খোলা বিস্তৃত প্রান্তরে থাকলে মাথা কম দূরত্বে থাকে বলে বজ্রপাতের সময় খোলাস্থানে থাকা উচিত নয়। 


পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষের মান শূন্য কেন ???
পৃথিবীপৃষ্ঠে বস্তুর উপর অভিকর্ষ সবচেয়ে বেশি।বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিতে থাকলে বল কমতে থাকবে এবং কেন্দ্রে নেয়ার পর চারপাশের প্রায় সমান আকর্ষণের ফলে বস্তুটির ওপর প্রযুক্ত অভিকর্ষ বল শূন্য হয়ে যাবে।  

<<<Collected>>>
............................................
............................................
আজ আর নয়।দেখা হবে নেক্সট পোস্টে।এই পোস্টটি  আপনাদের ভালো লাগলে আমার কষ্ট সার্থক।ভালো থাকবেন সবাই। 


আল্লাহ হাফেজ।                   

No comments:

Post a Comment