আপডেট:

Tuesday, July 25, 2017

দেখেনিন প্রয়োজনীয় কিছু সাধারণজ্ঞান। পর্ব ১৩ (বাংলাদেশ বিষয়াবলী)।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে "সাধারণজ্ঞান পড়াশুনা"।

আজকের আলোচ্য বিষয় হচ্ছে "বাংলাদেশ সম্পর্কীয় সাধারণজ্ঞান"।নিচের থেকে পড়ুন আর পিডিএফটি ডাউনলোড করে নিন।

  • আড়িয়াল বিল যে জেলায় অবস্থিত >>> মুন্সিগঞ্জ
  • দুবলার চর অবস্থিত >>> সুন্দরবনের দক্ষিণ উপকূলে।
  • বিশ্ববিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান >>> মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর।
  • সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন >>> পদার্থবিদ।
  • উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিন >>> ২১ জুন।
  • পিরানহা হল >>> মাছ।
  • উত্তরা গনভবন অবস্থিত >>> নাটোরে।
  • রিখটার স্কেল ব্যবহার করা হয় >>> ভূমিকম্পের মাত্রা পরিমাপের জন্য।
  • পার্বত্য চট্টগ্রামের ‘বিজু’ উৎসবটি পালিত হয় >>> পহেলা বৈশাখ
  • কাজী নজরুল ইসলাম যে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন >>> ধ্রুব।
  • ভারতের শেষ মোঘল সম্রাট ছিলেন >>> দ্বিতীয় বাহাদুর শাহ।
  • বাংলার প্রথম নবাব ছিলেন >>> মুর্শিদকুলী খান।
  • বাংলাদেশের যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষার নাম মান্দি >>> গারো।
  • বাংলদেশের চিত্রশিল্পীদের মধ্যে ইমেরিটাস অধ্যাপক হবার গৌরব অর্জন করেন >>> মোহাম্মদ কিবরিয়া।
  • লিথোগ্রাফি হলো >>> পাথরের উপর ছবি এঁকে ছাপ নেওয়ার পদ্ধতি।
  • ‘খাবার স্যালাইন’- এর উদ্ভাবক প্রতিষ্ঠান >>> আইসিডিডিআর,বি।
  • ‘একাত্তরের চিঠি’ বইয়ের প্রচ্ছদশিল্পী >>> কাইয়ুম চৌধুরী।
  • মার্গারিটা মামুন একজন >>> বাংলাদেশি বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট।
  • ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় >>> ১৮৫৭ সালে।
  • জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি >>> দুই মুখ।
  • ‘অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা’ হলো >>> বৌদ্ধ পুঁথি।
  • উয়ারী বটেশ্বর যে জেলায় অবস্থিত >>> নরসিংদী।
  • দেশের ১২তম প্রধান নির্বাচন কমিশনার >>> কে এম নূরুল হুদা। 
  • দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার >>> বেগম কবিতা খানম।
  • দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ যে মহাকাশযানে উৎক্ষেপণ করা হবে >>> ফ্যালকন-৯।
  • জাতীয় গণহত্যা দিবস >>> ২৫ শে মার্চ।
  • বাংলদেশের যে নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত >>> হালদা।
  • বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা >>> ৫৪ টি।
  • মহাস্থানগড় যে নদীর তীরে অবস্থিত >>> করতোয়া।
  • চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদী >>> ব্রহ্মপুত্র।
  • জাতীয় স্মৃতিসৌধের স্থপতি >>> সৈয়দ মাইনুল হোসেন।
  • মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য >>> জাগ্রত চৌরঙ্গী, গাজীপুর।
  • টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন >>> মুশফিকুর রহিম।          

<<<Collected>>>
..........................................
..........................................
..........................................
আজ আর নয়। দেখা হবে নেক্সট পোস্টে।ভালো থাকবেন সবাই।



আল্লাহ্‌ হাফেজ।  

No comments:

Post a Comment