আপডেট:

Saturday, July 29, 2017

গণিতের জন্য প্রয়োজনীয় কিছু সূত্র ও উদাহরণ [[[মৌলিক সংখ্যা নির্ণয়+পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়+পাওয়ার সেট নির্ণয়]]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে আজকে এখন আপনাদের জন্য থাকছে গণিতের কিছু সূত্র ও উদাহরণভালো করে পড়ুন আর প্রয়োজন মনে করলে নিচের থেকে PDF File টি ডাউনলোড করেনিন।
###  মৌলিক সংখ্যা নির্ণয়ের সূত্রঃ
n2-n+41
এখানে আপনি n এর মান যে সংখ্যায়ই বসান না কেন ফলাফল আসবে মৌলিক সংখ্যা।
যেমনঃ
  • n=1 হলে ফলাফল = 12-1+41 = 1-1+41 = 41
  • n=2 হলে ফলাফল = 22-2+41 = 4-2+41 = 43
  • n=-1 হলে ফলাফল = (-1)2-(-1)+41 = 1+1+41 = 43
  • n=-2 হলে ফলাফল = (-2)2-(-2)+41 = 4+2+41 = 47

…………………………………………………………
### গণিতে যেকোনো পর পর চারটি সংখ্যা/ডিজিট গুণ করে তার সাথে 1 যোগ করলে ফলাফল সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়।
যেমনঃ
  • (1x2x3x4)+1= 25 একটি পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল 5. 
  • (10x11x12x13)+1= 17161 একটি পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল 131.

…………………………………………………………
### পাওয়ার সেট নির্ণয়ের সূত্রঃ
2n
A সেটের উপাদান সংখ্যা যদি 3 টি হয় তাহলে A সেটের পাওয়ার সেট P(A) এর উপাদান সংখ্যা হবে 2^3 অর্থাৎ 8 টি।
যেমনঃ
  • A={a,b,c} হলে P(A)= {},{a},{b},{c},{a,b},{b,c},{c,a},{a,b,c}

............................................
............................................

ফেসবুকে নিয়মিত পড়াশুনা করতে এই গ্রুপে জয়েন করতে পারেন।

আজ আর নয়। দেখা হবে নেক্সট পোস্টে।ভালো থাকবেন সবাই।



আল্লাহ্‌ হাফেজ।  

No comments:

Post a Comment