আপডেট:

Tuesday, July 25, 2017

দেখেনিন প্রয়োজনীয় কিছু সাধারণজ্ঞান। পর্ব ১৪ (জানা অজানা কিছু সাধারণজ্ঞান )।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে জানা অজানা কিছু সাধারণজ্ঞানভালো করে পড়ুন আর প্রয়োজন মনে করলে নিচের থেকে PDF File টি ডাউনলোড করেনিন।তাহলে আর দেরি কিসের !!! পড়া শুরু করেদিন। 
  • সবচেয়ে ছোট পাখি→→হামিং বার্ড ।
  • সবচেয়ে বড় পাখি→→উট পাখি ।
  • সবচেয়ে বড় সামুদ্রিক পাখি→→অ্যালব্যাড্রোস ।
  • সবচেয়ে বড় শিখারী পাখি→→ক্যানডোর ।
  • সবচেয়ে দ্রুতগামী পাখি→→সুইফট বার্ড ।
  • যে পাখি কখনও বাসা তৈরি করে না→→কোকিল ।
  • যে পাখি উড়তে অক্ষম→→উট পাখি, কিউই পাখি ,এমু, পেঙ্গুইন ।
  • সবচেয়ে বড় প্রাণী→→নীলতিমি ।
  • সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী→→নীলতিমি ।
  • সর্ববৃহৎ স্থলচর প্রাণী→→আফ্রিকান হাতি ।
  • বিশ্বের সবচেয়ে উচ্চতম প্রাণী→→জিরাফ ।
  • যে প্রাণী শব্দ করতে পারে না→→চিতাবাঘ ।
  • যে স্থন্যপায়ী প্রাণী ডিম দেয়→→প্লাটিপাস ।
  • যে স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে→→বাদুড় ।
  • সবচেয়ে বড় লাম্বা সাপ→→অ্যানাকোন্ডা ।
  • সবচেয়ে বিষাক্ত সাপ→→কিং কোবরা ।
  • সবচেয়ে বেশি সময় বাঁচে→→কচ্ছপ(প্রায় ৫০০ বছর পর্যন্ত) ।
  • দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে→→গাঙ্গচিল ।
  • তিনটি হৃদপৃন্ড আছে→→হাঙ্গর, ক্যাট ফিশ ।
  • চোখ মেলে ঘুমায়→→মাছ ।
  • জীবনে একবারও পানি পান করে না→→ক্যাঙ্গারু র‍্যাট ।

<<<সংগৃহীত>>>
............................................
............................................

ফেসবুকে নিয়মিত পড়াশুনা করতে এই গ্রুপে জয়েন করতে পারেন।

ভালো থাকবেন সবাই।
  
আল্লাহ্‌ হাফেজ।  

No comments:

Post a Comment