আপডেট:

Tuesday, August 8, 2017

আসুন একটু ফিজিক্স পড়ি। পর্ব ০৫ [[[বিবিধ]]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে ফিজিক্স পড়াশুনানিচের থেকে পড়ুন আর ভালো লাগলে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন।

  • দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল ও এদের লব্ধির মান যেকোনো একটি ভেক্টরের মানের সমান হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ >>> 120 ডিগ্রি
  • সরল দোলন গতি সম্পন্ন একটি কণার বিস্তার 0.05 এবং দোলনকাল 12 sকণাটির সর্বোচ্চ গতি >>> 0.026 m/s
  • 9.8 ms-1 বেগে একটি পাথরকে উপরে নিক্ষেপ করা হলে এটি ভূপৃষ্ঠে ফিরে আসতে সময় লাগবে >>> 2s
  • একটি গাড়ি 10 ms-1 আদিবেগ নিয়ে সমত্বরণে একটি সোজা রাস্তা বরাবর চলে 100 m দূরত্ব অতিক্রম করার পর গাড়িটি বেগ প্রাপ্ত হলে গাড়িটির ত্বরণ >>> 1.5 m/s  
  • সার্বজনীন গ্যাস ধ্রুবক R এর মান >>> 8.31 JK-1mol-1
  • কোনো তারের উপর প্রযুক্ত টান 500 N এবং ঐ তারের একক দৈর্ঘ্যের ভর 4.5 g হলে উৎপন্ন শব্দের বেগ >>> 333.33 m/s
  • পানি, বরফ ও জলীয়বাষ্প যে তাপমাত্রায় এক সঙ্গে থাকতে পারে তা হলো >>> 273.16 K
  • স্থায়ী চুম্বকের উদাহরণ >>> ইস্পাত, টাংস্টেন-ইস্পাত, অ্যালনিকো (Al+Ni+Co), স্ট্যালয় (Fe+Si) ইত্যাদি।
  • পরস্পর 1.2 m দূরে অবস্থিত 30 x10-6 C এবং -60 x 10-6 C আধানের সংযোগ রেখার মধ্যবর্তী বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রাবল্য >>> 22.5 x 105 N/C
  • একটি কোষের তড়িৎচ্চালক শক্তি 1.5 V এবং অভ্যন্তরীণ রোধ 2 ওহম। এর প্রান্তদ্বয় 10 ওহম রোধের তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে >>> 0.125 A
  • ক্যাথোড রশ্মির রয়েছে >>> ভরবেগ, জড়তা, গতিশক্তি, আয়নিত করার ক্ষমতা, ভেদন ক্ষমতা ।
  • 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে গ্যাস হটাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে তার চূড়ান্ত তাপমাত্রা >>> -45.64 ডিগ্রি।  সেলসিয়াস। 



নিয়মিত পড়াশুনা করতে ফেসবুকের এই গ্রুপটিতে জয়েন করতে পারেন। 
ভালো থাকবেন সবাই।


আল্লাহ্‌ হাফেজ।  

No comments:

Post a Comment