আপডেট:

Tuesday, August 8, 2017

ভৌত বিজ্ঞান (পদার্থ+রসায়ন) পড়াশুনা।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে ভৌত বিজ্ঞান (পদার্থ+রসায়ন) পড়াশুনা
ভালো করে পড়ুন আর প্রয়োজন মনে করলে নিচের থেকে PDF File টি ডাউনলোড করেনিন।
  • লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় >>> দস্তা।
  • মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পান >>> হেস।
  • বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক বা ব্যাবহারিক একক >>> কিলোওয়াট-ঘণ্টা।
  • নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে >>> ইলেকট্রন।
  • বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালু হয় >>> ১৯৪০ সালে।
  • বর্তমানে ঘড়ি ও ক্যালকুলেটরে  ব্যবহৃত হয় >>> সেভেন সিগমেন্ট ডিসপ্লে।
  • আধুনিক প্রেসে লোহার অক্ষরের ব্যবহার বন্ধ হয়েছে >>> ফটোলিথোগ্রাফি আবিষ্কারের পর।
  • কোনো দ্রবণে pH এর মান ৭ এর কম হলে >>> দ্রবণটি এসিডীয় বা অম্লীয়।
  • সিঁদুরের রাসায়নিক নাম >>> ট্রাই প্লাম্বিক টেট্রা-অক্সাইড (Pb3O4)
  • সিমেন্টে জিপসাম যোগ করা হয় >>> দ্রুত জমাট রোধ করার জন্য।
  • মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র >>> স্ফিগমোম্যানোমিটার।
  • নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন >>> উন্নত ধরণের বিস্ফোরক ‘ডিনামাইট’ আবিষ্কার করে।
  • স্টিফেন হকিং বিশ্বের একজন বিখ্যাত >>> পদার্থবিদ।
  • MKS পদ্ধতিতে ভরের একক >>> কিলোগ্রাম। 

............................................
............................................

ফেসবুকে নিয়মিত পড়াশুনা করতে এই গ্রুপে জয়েন করতে পারেন।


আজ আর নয়। দেখা হবে নেক্সট পোস্টে।ভালো থাকবেন সবাই।

আল্লাহ্‌ হাফেজ। 

No comments:

Post a Comment