আপডেট:

Thursday, August 24, 2017

আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ২৪ [[[How to learn English in a easy way]]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আজকে আমার এখন আয়োজন একটি পরামর্শমূলক পোস্ট।
উপদেশ দেওয়ার মত এখনও হয়ত আমি যোগ্যতা অর্জন করতে পারিনি তাই উপদেশ হিসেবে না নিলেও চলবে জাস্ট পরামর্শ হিসেবে নিলেই হচ্ছে।আজকে আমি আপনাদের সামনে ইংরেজি পড়াশুনা করার একটি ভালো উপায় সম্পর্কে বলছি। যে স্টাইলে পড়লে পড়াটা হবে খুবই Effective. 
ধরুন, আপনি যখন একটি সিম্পল Passage পড়বেন তখন টার্গেটে রাখবেন সেখান থেকে আপনি একইসাথে আপনি অনেক কিছু বুঝবেন ও শিখবেন। মানে প্রত্যেক লাইন কিভাবে সাজানো হয়েছে, কিভাবে বাক্য ও শব্দের প্রয়োগ দেখানো হয়েছে ইত্যাদি।এই Passage এ আপনি অনেক কিছুর ব্যবহার খেয়াল করতে পারেন।   
যেমনঃ 
  • Right form of verbs,
  • Article,
  • Preposition,
  • Idioms and Phrases,
  • Voice etc. 
আসলে এভাবে পড়লে কয়েকটি Passage পড়তে পড়তে আপনার English Skill ব্যাপক উন্নত হবে। কোন শব্দের পর কোন শব্দ বসে সেটাও জানতে পারবেন। তবে এটা সত্য যে আপনাকে গ্রামেটিক্যাল আইটেম (Grammatical Items. Such as: Tense,Sentence, Parts of Speech etc) কিছুটা হলেও জানতে হবে। বাকিটা আপনি আস্তে আস্তে চর্চার মাধ্যমে শিখে যাবেন বলে আশাকরি। এককথায় একটু বুঝে শুনে সুন্দরভাবে পড়লে অনেক ভালো কিছু করা সম্ভব। 
আমার স্বল্প জ্ঞান থেকে দেওয়া এই পরামর্শগুলোতে যদি কোন ঘাটতি বা ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।এই সাইটের মান উন্নয়নের জন্য যদি কোন ভালো পরামর্শ থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন।আপনাদের দেওয়া পরামর্শ বিবেচনায় রাখা হবে বলে আশাকরি।  
................................. 
................................. 
আজ আর নয়। দেখা হবে নেক্সট পোস্টে।ভালো থাকবেন সবাই। 

আল্লাহ্‌ হাফেজ।   

No comments:

Post a Comment