Article এর ব্যতিক্রমী প্রয়োগঃ এখন আমরা দেখবো article এর কিছু ব্যতিক্রমী প্রয়োগ। তাহলে নিচের থেকে দেখুন।
১. সাধারণত নামের আগে কোনো article বসে না। কিন্তু যদি কাউকে কারও সাথে তুলনা করা হয় তাহলে যার সাথে তুলনা করা হচ্ছে তার নামের আগে the বসে।
যেমনঃ
★★......Nazrul is ....... Byron of the east. (X,the)
২. সাধারণত পাহাড়, পর্বতের নামের আগে the বসে। কিন্তু এভারেস্ট পর্বতের আগে কোনো article বসে না।
যেমনঃ
★★...... Evarest is the highest mountain in the World. (X)
৩. কোথাও নিয়মিত গেলে সেক্ষেত্রে translation এ ঐ স্থানের আগে কোনো article বসে না। কিন্তু যদি ঐ স্থানে এমন কেউ যান যিনি নিয়মিত নয় অর্থাৎ খুবই কম যান তাহলে সেক্ষেত্রে সেই স্থানের আগে the বসে।
যেমনঃ
★★ Sohel goes to school.
★★ His father went to the school to see him.
৪. রোমান সংখ্যার আগে article বসে না। কিন্তু নর্মাল সংখ্যার আগে প্রয়োজন হলে বসতে পারে। একটি প্রয়োগ দেখি। যেমনঃ
★★ Elizabeth .......(II) was a great queen.(X)
★★ Elizabeth ....... 2nd/ second was a great queen.(X)
আজ এপর্যন্তই। ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment