আপডেট:

Monday, April 29, 2019

English পড়াশুনাঃ Discovery ও Invention দুটোর অর্থই আবিষ্কার। এখন তাহলে এদের মধ্য তফাৎটি কি??

আজকে আমি এমন দুইটা শব্দ নিয়ে আলোচনা করবো যাদের দুটোর অর্থই একই।আমি এটার বিশ্লেষণও করবো। তাহলে শুরু করা যাক। আমি যে শব্দ দুটির কথা  বলছি তা হলো Discovery ও Invention. এই দুটো শব্দের অর্থই হচ্ছে আবিষ্কার। 
Discovery: প্রকৃতিতে রয়েছে এমন কোন জিনিস খুজে বের করা। যেমনঃ প্রশান্ত মহাসাগরের তল দেশে যদি মেগলাডল নামক একটি হাংগর পাওয়া যায় তাহলে সেটা হবে Discovery.   
Invention: মানুষ তার বুদ্ধির দ্বারা বিভিন্ন পদার্থের মাধ্যমে সম্পূর্ণ নতুন একটি কিছু যখন তৈরি করে তখন সেটা হয়  Invention. যেমনঃ ডিনামাইট হচ্ছে একটি Invention. যার আবিষ্কারক আলফ্রেড নোবেল।

No comments:

Post a Comment