Weather: Weather হচ্ছে কোন এলাকার অল্প সময়ের মধ্যে যেমন ১ থেকে ৭ দিনের বায়ুমন্ডলের বা পরিবেশের অবস্থা।এই অবস্থাগুলোর বিচায্য হতে পারে বৃষ্টিপাত, তাপমাত্রা,বায়ুপ্রবাহ,আদ্রতা ইত্যাদি।যেমন প্রত্যেকদিন আমরা পরিবেশের যে অবস্থাগুলি জানি সেটা হচ্ছে আবহাওয়া।
Climate: Climate হচ্ছে কোন নির্দিষ্ট অঞ্চলের ৩৫-৪০ বছরের আবহাওয়ার একটা গড় অবস্থা।যেমনঃ একটি অঞ্চলে আগে শীত বেশি পড়ত কিন্তু বেশ কিছু বছর ব্যবধানে সেখানে শীত কমে গেছে। এটি হচ্ছে ঐ অঞ্চলের জলবায়ু পরিবর্তন যাকে Climate Change বলা হয়।
No comments:
Post a Comment