আপডেট:

Thursday, September 24, 2020

কুইজ প্রতিযোগিতা ২০২০। এখনই অংশগ্রহণ করুন।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।আমিও আল্লাহ্‌র রহমতে ভালো আছি।যাহোক অতি আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে Swapno Zatra Youtube ChannelMacrocollections4u ব্লগের পক্ষ থেকে আপনাদের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।সবাই অংশগ্রহণ করুন আর নিজের বেসিক জ্ঞান যাচাই করেনিন।বিস্তারিত দেখতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।        

কুইজ ফর্ম পূরণের নিয়মাবলীঃ

  1. এখান থেকে কুইজ ফর্মটি ডাউনলোড করেনিন।এক্সট্রাক্ট করে ফিল আপ করুন।    
  2. একজন প্রতিযোগী  কেবল একটি ফর্মই পূরণ করতে পারবে।
  3. নির্ধারিত সময়ের মধ্যে(৩০-০৯-২০২০) ফর্ম জমা দিতে না পারলে তা গ্রহণযোগ্য হবে না।
  4. ফর্মটি পূরণ করে climax93jsr@gmail.com এ পাঠাতে  হবে।  কিংবা উত্তর গুলো খাতায় লিখে ছবি তুলে নীহারিকা(ফেসবুক পেজ) পেজের ইনবক্সে পাঠানো যাবে।প্রতিযোগীর নাম ,ঠিকানা ও মোবাইল নম্বর অবশ্যই যুক্ত করতে হবে। 
  5. ফলাফল জানতে ফেসবুকে  'নীহারিকা'- পেজটিতে লাইক দিয়ে রাখুন।  

কুইজ ফর্মের ডাউনলোড লিংক 

Hepline:

Youtube Channel: Swapno Zatra

Website: Macrocollections4u 

এই লিংক দুইটিতে ঢুকে পড়াশুনা করে নিতে পারেন।আশাকরি কুইজের উত্তরের ক্ষেত্রে অনেক সহায়ক হবে।তাছাড়া যেকোনো চাকরির পরীক্ষাসহ বিসিএস স্টাডির জন্য খুব সহায়ক হবে।    

উত্তর পাঠানোর শেষ তারিখঃ

৩০ শে সেপ্টেম্বর ২০২০

পুরস্কারঃ

১ম পুরস্কারঃ                             ৩০০ টাকা।  

২য় পুরস্কারঃ                             ২০০ টাকা।  

৩য় পুরস্কারঃ                             ১০০ টাকা ।

৪র্থ  পুরস্কারঃ                            ৫০ টাকা।

৫ম পুরস্কারঃ                             ৩০ টাকা।

[[[প্রথম,দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিকাশে দেওয়া হবে।চতুর্থ ও পঞ্চম পুরস্কার ফ্লেক্সিলোডের মাধ্যমে দেওয়া হবে। ]]]   

ফলাফল প্রকাশঃ 

২ই অক্টোবর ২০২০, শুক্রবার। 

ফলাফল দেখতে ফেসবুক পেজ 'নীহারিকা'-তে চোখ রাখুন। 

ধন্যবাদ সবাইকে।  

No comments:

Post a Comment