আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই???ভালো থাকেন এটিই প্রত্যাশা ছিল, আছে এবং থাকবে।আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র রহমতে ভালোই আছি।যাক এবার আসি কাজের কথায়।আমার আজকের পোস্টটি হবে ওয়েব ডেভেলপারদের জন্য।যারা ওয়েব ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত তাদের নিশ্চয় বলতে হবে না যে
HTML5 কত ভালো একটি জিনিস।অনেকেই এটি দিয়ে ওয়েব ডিজাইন করতে উতলা হয়ে পড়েছেন।কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পর্যাপ্ত ডকুমেন্ট না থাকায় ও হেল্প না থাকায় সেটি হয়ে উঠছে না।আমি আপনাদের জন্য তাই একটি ইবুক নিয়ে এসেছি।এটি আমার সংগৃহীত।বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে।আরও মজার বিষয় হচ্ছে এটি বাংলা ইবুক।
HTML5 কত ভালো একটি জিনিস।অনেকেই এটি দিয়ে ওয়েব ডিজাইন করতে উতলা হয়ে পড়েছেন।কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পর্যাপ্ত ডকুমেন্ট না থাকায় ও হেল্প না থাকায় সেটি হয়ে উঠছে না।আমি আপনাদের জন্য তাই একটি ইবুক নিয়ে এসেছি।এটি আমার সংগৃহীত।বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে।আরও মজার বিষয় হচ্ছে এটি বাংলা ইবুক।
তাই বুঝতে কারও কোনো কষ্টই হবে না বলে আশা রাখি।তাহলে আর দেরি কিসের??? ঝটপট এখান থেকে ডাউনলোড করেনিন।বইটি রয়েছে জিপ ফাইল আকারে।তাই পরামর্শ থাকলো, উইন্ডোজ ইউজারেরা 7zip/winrar/winzip etc অথবা Android ইউজারেরা es explorer/zarchiver etc দ্বারা এক্সট্রাক্ট করে নিবেন।তাহলে আজ এপর্যন্তই থাক।দেখা হবে নেক্সট পোস্টে।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment