আপডেট:

Friday, December 18, 2015

গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় "সম্ভাবনা"।আসুন এখন সেটি নিয়ে একটু পড়ি।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? নিশ্চয়ই ভালো।আমিও মহান আল্লাহ্‌র রহমতে ভালোই আছি।আমার পোস্টে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্ভাব্যতা নিয়ে কিছু আলোচনা।তাহলে আর দেরি করবো না।এখনই আলোচনায় যাবো তবে যাবার আগে একটি কথা আর সেটি হচ্ছে যদি আপনাদের
যদি কারও এই তথ্যগুলো PDF File আকারে লাগে তাহলে এখান থেকে ডাউনলোড করেনিন।তাহলে নিচে থেকে পড়া শুরু করেদিন।

সম্ভাব্যতাঃ  
…………………………………………………………………………………………………………
কোন ঘটনার সম্ভাব্যতার গাণিতিক পরিমাপ,
P(A)= সমসম্ভাব্য অনুকুল ঘটনার সংখ্যা(n)/সমসম্ভাব্য মোট ফলাফলের সংখ্যা(m)।
…………………………………………………………………………………………………………

সম্ভাব্যতার কিছু সূত্রঃ

Ø কোন ঘটনা A ঘটার সম্ভাব্যতা শুন্য অপেক্ষা কম নয় আবার 1 অপেক্ষা বেশি নয়, অর্থাৎ 0≤P(A) ≤1.

Ø অসম্ভব ঘটনা ঘটার সম্ভাব্যতা শুন্য, অর্থাৎ P(Ҩ) =0.

Ø নিশ্চিত ঘটনার সম্ভাব্যতা 1, P(S) =1.

Ø A ঘটনাটি ঘটার সম্ভাব্যতা P(A) A ঘটনাটি না ঘটার সম্ভাব্যতা  P(Aɩ)  হলে P(A)+ P(Aɩ) =1.


আজ তাহলে এপর্যন্তই।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।     

No comments:

Post a Comment