আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই???আমি মহান আল্লাহ্র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে আজ আবারও আপনাদের জন্য থাকছে কিছু জিনিসের বা ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা।এগুলো বেশ শিক্ষণীয় এবং ভাইবাতে কাজে লাগলেও লাগতে পারে।তাই পড়া মিস করবেন না।পারলে এখান থেকে তথ্যগুলো সম্বলিত পিডিএফটি ডাউনলোড করেনিন।আশাকরি উপকার হবে।তাহলে আর মোটেও কথা বাড়াচ্ছি না।নিচের থেকে পড়তে থাকুন আর জানতে ও শিখতে থাকুন।
মাটির নিচের শিলা আচমকা ভেঙে মাটির তলায় প্রচণ্ড শক্তির সৃষ্টি করে।এ শক্তি
ঢেউয়ের মতো ছড়িয়ে পড়লে মাতি কেঁপে ওঠে ও ভূমিকম্প সৃষ্টি হয়।
দুপুরের রোদে তাপ বেশি কেন???
দুপুরের সূর্যরশ্মিকে সকালের মতো তির্যকভাবে না এসে কিছুটা সোজাভাবে এসে
ভূপৃষ্ঠ সংলগ্ন অপেক্ষাকৃত কম ঘন বায়ুমণ্ডল অতিক্রম করতে হয়।আর এ সময় তাপ কম হ্রাস
পায় বলে তাপও বেশি থাকে।
বায়ু অপেক্ষা পানিতে বরফ দ্রুত গলে কেন???
পানি ও বায়ুর অণুগুলো বরফের অণুর চেয়ে বেশি গতিশীল বলে এদের এক সাথে রাখলে
এদের অণুগুলো বরফের অণুগুলোকে অনবরত ধাক্কা দিয়ে তরলে পরিণত করে।আবার বায়ুর চেয়ে
পানির ঘনত্ব বেশি হওয়ায় পানিতে একক আয়তনে অণুর সংখ্যাও বায়ুর চেয়ে বেশি থাকে।ফলে
পানি ও বায়ুতে বরফ রাখলে পানি বরফকে দ্রুত তরলে রূপান্তর করে।
(সংগৃহীত)
ধন্যবাদ সবাইকে।
আমার সাইটে আবার আসবেন।
আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment