আপডেট:

Wednesday, June 1, 2016

Android OS এর জন্য এখনই নিয়েনিন দারুণ একটি গেম "Alien Shooter" [[Apk+obb]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই??? ভালো নিশ্চয়ই।আমিও পরমকরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন Android OS এর একটি দারুণ গেমের লিঙ্ক শেয়ার করছি।গেমটির নাম "Alien Shooter".এটি একটি Apk+obb গেম।গেমটির টোটাল সাইজ ১২০ এমবি মত।মূল ফাইল ৩৯ মেগা মত আর বাকিটা ওবিবি।
তাহলে আর দেরি কিসের??? নিচের থেকে কিছু স্ক্রীনশট দেখুন আর  ডাউনলোড করেনিন আর খেলতে থাকুন।
Screen Shot: 



Alien Shooter.(Apk+obb)
File Size: 118 MB
Password: macrocollections4u

গেম ইন্সটল টিপসঃ 


  • প্রথমে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করেনিন।এর জন্য 7zipper,Xplore,ES Explorer ইত্যাদি ব্যবহার করতে পারেন।
  • তারপর Apk ফাইলটি স্বাভাবিক নিয়মে ইন্সটল করেনিন। 
  • এবার যে অন্য একটি ফাইল রয়েছে সেটি আপনার মোবাইলের মেমোরি বা ফোন মেমোরি যেখানে রাখলে আপনি গেমটি খেলতে পারবেন সেখানে রাখুন।এক্ষেত্রে বলে রাখি, কারও কারও ফোনে এক্মেসটারনাল মেমোরিতে রাখলে গেম খেলা যায় আবার কারও ফোনে ইন্টারনাল মেমোরিতে রাখতে হয়।তবে এর ডিরেক্টরি হবেঃ SD Card>>>Android>>>obb অথবা Phone Memory>>>Android>>>obb এই রকম।obb ফোল্ডারটি না থাকলে তা বানিয়ে নিতে হবে। 
  • এবার গেমটি খেলুন।


অনেক কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।কেমন হল পোস্টটি তা কমেন্টে অবশ্যই জানাবেন।ভালো থাকবেন সবাই।                                     

আল্লাহ হাফেজ। 

No comments:

Post a Comment