আপডেট:

Thursday, August 24, 2017

আসুন বায়োলজি পড়ি। পর্ব ০৮

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।আমার পোস্টে এখন আপনাদের জন্য থাকছে আবারও “জীববিজ্ঞান পড়াশুনা”।ভালো করে পড়ুন আর প্রয়োজন মনে করলে নিচের থেকে PDF File টি ডাউনলোড করেনিন।

  • ভাইরাসজনিত রোগ নয় >>> নিউমোনিয়া।
  • ডেঙ্গু জ্বরের বাহক >>> এডিস মশা।
  • মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে >>> ২৩ জোড়া।
  • যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন >>> রবার্ট কচ।
  • ‘অরিজিন অব স্পিসিস’ গ্রন্থের প্রণেতা >>> চার্লস রবার্ট ডারউইন।
  • শারীরবিদ্যার জনক >>> উইলিয়াম হার্ভে।
  • উদ্ভিদবিজ্ঞানের জনক >>> থিওফ্রাসটাস।
  • শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হল >>> জগত।
  • নরম কাণ্ডবিশিষ্ট উদ্ভিদকে বলে >>> বিরুৎ বা হার্ব।
  • আদা, হলুদ, দূর্বা ঘাস হলো >>> বহুবর্ষজীবী।
  • Cycas একটি >>> জীবন্ত জীবাশ্ম।
  • মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ >>> ত্বক।
  • হিমোগ্লোবিন থাকে >>> লোহিত রক্তকণিকায়।
  • ‘ল্যাথারাইজম’ রোগ হয় >>> খেসারি ডাল খেলে।
  • ডি.এন.এ  অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক >>> ওয়াটসন ও ক্রিক।

<<<সংগৃহীত>>>

আপনি ইচ্ছা করলে এই তথ্যগুলো একটি পিডিএফ ফাইলে পেতে পারেন।সেক্ষেত্রে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করে নিলেই হবে।

ফেসবুকে নিয়মিত পড়াশুনা করতে এই গ্রুপে জয়েন করতে পারেন।

ভালো থাকবেন সবাই।


আল্লাহ্‌ হাফেজ।         

No comments:

Post a Comment