আপডেট:

Thursday, September 24, 2020

কুইজ প্রতিযোগিতা ২০২০। এখনই অংশগ্রহণ করুন।

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।আমিও আল্লাহ্‌র রহমতে ভালো আছি।যাহোক অতি আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে Swapno Zatra Youtube ChannelMacrocollections4u ব্লগের পক্ষ থেকে আপনাদের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।সবাই অংশগ্রহণ করুন আর নিজের বেসিক জ্ঞান যাচাই করেনিন।বিস্তারিত দেখতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।        

কুইজ ফর্ম পূরণের নিয়মাবলীঃ

  1. এখান থেকে কুইজ ফর্মটি ডাউনলোড করেনিন।এক্সট্রাক্ট করে ফিল আপ করুন।    
  2. একজন প্রতিযোগী  কেবল একটি ফর্মই পূরণ করতে পারবে।
  3. নির্ধারিত সময়ের মধ্যে(৩০-০৯-২০২০) ফর্ম জমা দিতে না পারলে তা গ্রহণযোগ্য হবে না।
  4. ফর্মটি পূরণ করে climax93jsr@gmail.com এ পাঠাতে  হবে।  কিংবা উত্তর গুলো খাতায় লিখে ছবি তুলে নীহারিকা(ফেসবুক পেজ) পেজের ইনবক্সে পাঠানো যাবে।প্রতিযোগীর নাম ,ঠিকানা ও মোবাইল নম্বর অবশ্যই যুক্ত করতে হবে। 
  5. ফলাফল জানতে ফেসবুকে  'নীহারিকা'- পেজটিতে লাইক দিয়ে রাখুন।  

কুইজ ফর্মের ডাউনলোড লিংক 

Hepline:

Youtube Channel: Swapno Zatra

Website: Macrocollections4u 

এই লিংক দুইটিতে ঢুকে পড়াশুনা করে নিতে পারেন।আশাকরি কুইজের উত্তরের ক্ষেত্রে অনেক সহায়ক হবে।তাছাড়া যেকোনো চাকরির পরীক্ষাসহ বিসিএস স্টাডির জন্য খুব সহায়ক হবে।    

উত্তর পাঠানোর শেষ তারিখঃ

৩০ শে সেপ্টেম্বর ২০২০

পুরস্কারঃ

১ম পুরস্কারঃ                             ৩০০ টাকা।  

২য় পুরস্কারঃ                             ২০০ টাকা।  

৩য় পুরস্কারঃ                             ১০০ টাকা ।

৪র্থ  পুরস্কারঃ                            ৫০ টাকা।

৫ম পুরস্কারঃ                             ৩০ টাকা।

[[[প্রথম,দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিকাশে দেওয়া হবে।চতুর্থ ও পঞ্চম পুরস্কার ফ্লেক্সিলোডের মাধ্যমে দেওয়া হবে। ]]]   

ফলাফল প্রকাশঃ 

২ই অক্টোবর ২০২০, শুক্রবার। 

ফলাফল দেখতে ফেসবুক পেজ 'নীহারিকা'-তে চোখ রাখুন। 

ধন্যবাদ সবাইকে।  

Thursday, May 9, 2019

Weather ও Climate এর মধ্যে পার্থক্য কি??- ব্যাখ্যা।

Weather: Weather হচ্ছে কোন এলাকার অল্প সময়ের মধ্যে যেমন ১ থেকে ৭ দিনের বায়ুমন্ডলের বা পরিবেশের  অবস্থা।এই অবস্থাগুলোর বিচায্য হতে পারে বৃষ্টিপাত, তাপমাত্রা,বায়ুপ্রবাহ,আদ্রতা ইত্যাদি।যেমন প্রত্যেকদিন আমরা পরিবেশের যে অবস্থাগুলি জানি সেটা হচ্ছে আবহাওয়া।

Saturday, May 4, 2019

গণিত পড়াশুনাঃ Vanishing Method [[উদাহরণসহ ]]

Vanishing Method: উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে এই পদ্ধতিটা অনেক গুরুত্বপূর্ণ।নিচে আমি এটি সম্পর্কে স্টেপ বাই স্টেপ বলছি এবং দুইটা এক্সাম্পল দিচ্ছি।

Wednesday, May 1, 2019

English পড়াশুনাঃ Made of এবং Made from দুটোর অর্থই তৈরি।তাহলে কখন Made of এবং কখন Made from?- ব্যাখ্যা।

Made of এবং Made from দুটোর অর্থই তৈরি।তাহলে কখন Made of এবং কখন  Made from?- ব্যাখ্যা।এটি খুব সহজ একটা ব্যাখ্যার মাধ্যমে বোঝা সম্ভব। 

গণিত পড়াশুনাঃ দ্বিঘাত সমীকরণ ও ত্রিঘাত সমীকরণ গঠনের সূত্র।

আজকে আমার স্টাডি নিয়ে  আলোচনায় থাকছে দ্বিঘাত সমীকরণ ও ত্রিঘাত সমীকরণ গঠন করার উপায় সম্পর্কে। তাহলে নিচের থেকে দেখুন আর শিখুন।       

Tuesday, April 30, 2019

গণিত পড়াশুনাঃ যৌগিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এবং অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয়।

আমার নিয়মিত স্টাডি সংবলিত পোস্টে আজ এখন আপনাদের জন্য থাকছে 'যৌগিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এবং অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয়।' তাহলে নিচের থেকে খুব ভালো করে দেখুন।

দেখেনিন প্রয়োজনীয় কিছু সাধারণজ্ঞান। পর্ব ১৬


.........................................................................................................
সাধারণ জ্ঞানঃ

.........................................................................................................

  • ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী >>> তুরস্কে।
  • বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস >>> প্রাকৃতিক গ্যাস।
  • বাংলাদেশের বৃহত্তম দ্বীপ >>> ভোলা।
  • বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে >>> ১৯৭৪ সালে।

Monday, April 29, 2019

English পড়াশুনাঃ Discovery ও Invention দুটোর অর্থই আবিষ্কার। এখন তাহলে এদের মধ্য তফাৎটি কি??

আজকে আমি এমন দুইটা শব্দ নিয়ে আলোচনা করবো যাদের দুটোর অর্থই একই।আমি এটার বিশ্লেষণও করবো। তাহলে শুরু করা যাক। আমি যে শব্দ দুটির কথা  বলছি তা হলো Discovery ও Invention. এই দুটো শব্দের অর্থই হচ্ছে আবিষ্কার। 

English পড়াশুনাঃ Article এর ব্যতিক্রমী প্রয়োগ।

Article এর ব্যতিক্রমী প্রয়োগঃ  এখন আমরা দেখবো article এর কিছু ব্যতিক্রমী প্রয়োগ। তাহলে নিচের থেকে দেখুন। 

পদার্থবিজ্ঞান পড়াশুনাঃ বর্তনীর তুল্য রোধ নির্ণয়।

আজকে এখন আমরা দেখবো পদার্থবিজ্ঞানের একটি টপিক। সেটি হচ্ছে 'তুল্য রোধ'। তুল্য রোধ ২ রকমের হয় যথাঃ 

Sunday, April 28, 2019

গণিত পড়াশুনাঃ ত্রিভূজের ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন প্রকার সূত্র।

ত্রিভূজের ক্ষেত্রফল নির্ণয়ঃ ত্রিভূজের ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন সূত্র আছে। আমি এখানে কয়েকটি সূত্র তুলে ধরছি। সূত্রগুলো তখনই প্রয়োগ করা যাবে যখনঃ 

পদার্থবিজ্ঞান পড়াশুনাঃ গতিশক্তি+বিভবশক্তি+ভরবেগের সংরক্ষণ সূত্র

বিজ্ঞান বিভাগে যারা পড়াশুনা করেন তাদের জন্য পদার্থবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। টপিকসগুলো হচ্ছেঃ

রসায়ন পড়াশুনাঃ রাসায়নিক গণনার সূত্র [[[All in One]]]

...................................................................................................
রসায়ন পড়াশুনা 
web:www.macrocollections4u.blogspot.com
.............................................................................. 

আমার নিয়মিত স্টাডি রিলেটেড আলোচনায় এখন আপনাদের জন্য থাকছে "রাসায়নিক গণনার সূত্র"। আমি দুইটা সুত্র শেয়ার করছি।

Friday, April 26, 2019

গণিত পড়াশুনাঃ দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ও সর্বনিম্নমান।

গণিত বিষয়ক আলোচনায় এখন আপনাদের জন্য থাকছে "দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ও সর্বনিম্নমান" বের করার উপায় ও সূত্র।

Thursday, April 25, 2019

পদার্থবিজ্ঞান পড়াশুনাঃ তরল পদার্থের চাপ, ঘনত্বের সূত্রসমুহ।

আমার নিয়মিত স্টাডি সংবলিত আলোচনায় আজকে এখন আপনাদের জন্য থাকছে পদার্থবিজ্ঞানের উপর আলোচনা। আজকের টপিক হচ্ছে তরল পদার্থের চাপ, ঘনত্বের সূত্রসমুহ।

গনিত পড়াশুনাঃ ক্যালকুলাসের সূত্র[[ স্পর্শক ও অভিলম্ব নির্ণয়]]

গনিত পড়াশুনায় আজ আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি ক্যালকুলাসের দুইটি সূত্র। এই দুইটি সূত্রই অন্তরীকরণ সংবলিত।

Wednesday, April 24, 2019

গণিত পড়াশুনাঃ আয়তাকার ঘনবস্তু ও ঘনকের সূত্রসমুহ।

ঘনজ্যামিতির একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আয়তাকার ঘনবস্তু। আমরা আজকে সেইটি সম্পর্কে দেখবো। সাধারণত আয়তাকার ঘনবস্তুর পৃথক পৃথক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থাকে।

আসুন বাংলা পড়ি। পর্ব ১৮

...................................................................................................
বাংলা পড়াশুনা 
web:www.macrocollections4u.blogspot.com
.............................................................................. 
### যা চিরস্থায়ী নয় >> নশ্বর
### ক্ষণকাল ব্যাপীয়া স্থায়ী >>> ক্ষণস্থায়ী 
### যা স্থায়ী নয় >>> অস্থায়ী।
### স্বরবৃত্তের মাত্রা সংখ্যা ৪।

Tuesday, April 23, 2019

আসুন বাংলা পড়ি। পর্ব ১৭

...................................................................................................
বাংলা পড়াশুনা 
web:www.macrocollections4u.blogspot.com
.............................................................................. 
### মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ।

### আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমদ।

### পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা।

### চাচা কাহিনীর লেখক সৈয়দ মুজতবা আলী। এটি একটি রম্যরচনা।

Monday, April 22, 2019

পদার্থবিজ্ঞান পড়াশুনাঃ ভেক্টর রাশির গুণণ।

ভেক্টর রাশির গুণণঃ ভেক্টর রাশির গুণণ ২ প্রকারের হয়।যথাঃ ১. স্কেলার গুণণ ২. ভেক্টর গুণণ।